তুরস্কে প্রাচীন সমাধিক্ষেত্র উদ্ধার

তুরস্কে প্রাচীন সমাধিক্ষেত্র উদ্ধার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ নভেম্বর, ২০২১

তুরস্কের এজিয়ান সমুদ্রের পূর্বদিকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত এক শহরে পাওয়া গেল ৪০০টি সমাধি। তুরস্কের এই শহরটি আসলে আলেকজান্ডারের সময়কালের। রোমান সাম্রাজ্যের সময়কালের পাথর কেটে পাওয়া এই সমাধিগুলি সম্পর্কে পুরাতাত্ত্বিকরা বলছেন সমাধিক্ষেত্রটি প্রায় ১৮০০০ হাজার বছর আগের । কেবল সমাধি নয় পাওয়া গুয়েছে মৃতদেহর সঙ্গে কবরস্থ করা প্রাচীন বহুমূল্য সম্পদ- গবেষণায় যেসবকে আলেকজাণ্ডারের সময়কার বলে মনে করেছেন গবেষকরা। তাছাড়াও গুহায় পাওয়া গেছে ওয়াল পেন্টিং।
খননকার্যের নেতৃস্থানীয় তুরস্কের ইউসেফ বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ববিদ বিরোল কেন জানিয়েছেন, এই সমাধিক্ষেত্রগুলি পারিবারিকভাবেই তৈরি হতো। একটি সমাধিগুহা একটি পরিবারের জন্যেই নির্দিষ্ট থাকতো। গবেষকরা জানাচ্ছেন, তুরস্কের এই গুহাগুলিতে ‘সার্কোফ্যাগাস’ নামের এক প্রক্রিয়া অনুসরণ করেই কবর দেওয়া হতো। প্রাচীন সংস্কার থেকে মৃতদেহের সাথে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হত। এ আবিস্কার যে প্রত্নগবেষণায় নতুন দিক খুলে দেবে- সে নিয়ে আশাবাদী পুরাতাত্ত্বিকেরা।