দাবানলে ১৭ লক্ষ প্রাণীর মৃত্যু আমাজনে

দাবানলে ১৭ লক্ষ প্রাণীর মৃত্যু আমাজনে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ ডিসেম্বর, ২০২১

২০১৯ থেকে ভয়ঙ্কর দাবানলের গ্রাসে ব্রাজিলের আমাজন অরণ্য। বছরের শেষদিকে দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু ২০২০ থেকে আবার দাবানল বাড়তে থাকে। পরিবেশের পাশাপাশি বাস্তুতন্ত্রেও বিপুল ক্ষতি হয়। সম্প্রতি পরিসংখ্যান জনিত গবেষণা জানিয়েছে দাবানলে কত প্রাণীর মৃত্যু হয়েছে। ভয়াবহ এক সংখ্যা। সায়েন্স ডিরেক্ট পত্রিকায় প্রকাশিত গবেষণায় বার করা পরিসংখ্যান জানিয়েছে গত দেড় বছরের দাবানলে আমাজনে ১৭ লক্ষ প্রাণী মারা গিয়েছে! অন্তত ৩০০টি প্রজাতির প্রাণী শেষ হয়ে গিয়েছে দাবানলে! ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশনের ব্রাজিল শাখার গবেষক ডাঃ মারিয়ানো ফেরেইরা ও তার সহযোগীরা ২০২০-র জানুয়ারি থেকে শুরু করেছিলেন সমীক্ষার কাজ। অন্তত ২২ হাজার এলাকায় তারা গিয়েছেন, সমীক্ষা চালিয়েছেন। তাতে ১৭ লক্ষ সংখ্যাটা তারা পেয়েছেন। জানিয়েছেন দাবানলে সবথেকে ক্ষতি হয়েছে নানা প্রজাতির সাপের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − four =