দীপাবলিতে আতঙ্ক বাড়ল কিডনি ও হৃদরোগীদের

দীপাবলিতে আতঙ্ক বাড়ল কিডনি ও হৃদরোগীদের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ নভেম্বর, ২০২১

কালিপুজোর রাতে দেশ জুড়ে দীপাবলির উৎসবের সঙ্গে বাতাসে দূষণেরও উৎসব হল! দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫০০ ছাড়াল। পাল্লা দিয়ে লড়াই করল কলকাতাও। এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছে গেল ৪৫০ থেকে ৫০০! আর উৎসবের রাত জুড়ে আতঙ্কে রইলেন কিডনি এবং হার্টের অসুখে ভোগা মানুষ। আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজির তরফে একটি গবেষণার কথা জানানো হয়েছে যে, বাতাসে দূষণের মাত্রা যত বাড়ে গ্যালাকটিন-৩-এর মাত্রা তত বাড়ে। আর গ্যালাকটিন-৩ বাড়া মানেই হৃদরোগী এবং কিডনির অসুখে ভোগা মানুষদের আরও অসুস্থ হয়ে পড়া। বলা হয়েছে, বাতাসের বিষে, অসুস্থ ব্যক্তির শরীরে তৈরি হয় এবং বাড়ে মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস। হৃদপিণ্ডে যে ফাইব্রোপ্লাস্ট নামক সেল থাকে সেটা জখম হতে শুরু করে দূষণ বৃদ্ধিতে। আর এক বিজ্ঞানী, হাফসা তারিকের বক্তব্য, “দুষণকে নিয়ন্ত্রণে রাখতে পারলে কার্ডিওভাসকুলার অসুখে আক্রান্ত ব্যক্তিদের অসুস্থতাও নিয়ন্ত্রণে থাকে। এই বিষয়ে দু’বছরের সার্ভে জানাচ্ছে দূষণে কিডনি ও হার্টের অসুখে ভোগা ১০১৯ জনের শরীরে গ্যালাকটিন-৩ বেড়ে গিয়েছে এবং তারা আরও অসুস্থ হয়ে পড়েছেন।