
মানুষ শুক্রবার দেখল শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। লাল রঙের চাঁদের খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেল ৬ ঘন্টারও বেশি সময় ধরে! যদিও দেখা গেলনা ভারতীয় উপমহাদেশ থেকে। ভারতীয় সময় ১১.৩২ মিনিটে শুরু হয় গ্রহণ। পৃথিবীর ছায়া চাঁদের ওপর ছড়িয়ে পড়তে শুরু করে। পৃথিবীর পুরো ছায়াটা আস্তে আস্তে চাঁদ থেকে সরে গিয়েছে নিচের দিকে। পুরোপুরি পৃথিবীর ছায়ামুক্ত হল চাঁদ বিকেল ৫.৩৩ নাগাদ।
জ্যোর্তিবিজ্ঞানীরা বলছেন, এই স্বর্গীয় ঘটনা এতক্ষণ সময় ধরে ১৪৪০-সালের পর গত পাঁচ শতকে পৃথিবী দেখেনি! ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলি থেকে চন্দ্রগ্রহণের চূড়ান্ত পর্বটি দেখতে পাওয়ার কথা ছিল।
অসম এবং অরুনাচলের একদম উত্তর-পূর্ব প্রান্ত থেকে শেষের মিনিট পাঁচেক দেখা যাওয়ার কথা ছিল। যদিও ওই পাহাড়ি পাহাড়ের আড়াল থেকে চাঁদ বেরোতে বেরোতে গ্রহণ শেষ গিয়েছে। তাই ভিডিয়ো করা যায়নি, ভারতের অন্য কোনও জায়গা থেকে দেখাও যায়নি গ্রহণ। জানাচ্ছে পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার।