দুই ক্যামেরায় দুই বাঘ

দুই ক্যামেরায় দুই বাঘ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ ডিসেম্বর, ২০২১

একটা নয়। বক্সা অভয়ারণ্যে বন দফতরের দু’টি জায়গায় রাখা দু’টি ভিন্ন ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বাঘের ছবি। ফলে এক না একাধিক বাঘ রয়েছে ওই অভয়ারণ্যে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দু’টি ছবিই খুঁটিয়ে পরীক্ষা করছেন বনকর্মীরা।
শুক্রবার রাত ১২টা বেজে ২ মিনিটে বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরায় বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ে। আবার ওই দিনই ওই জায়গা থেকে কিছুটা দূরে বন দফতরের পাতা অন্য একটি ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে। এই দুই ছবিই বক্সার জঙ্গলে একাধিক বাঘের উপস্থিতির সম্ভাবনা উস্কে দিয়েছে। শনিবার বন দফতর সূত্রেই জানা যায়, জঙ্গলে নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে। তখনই বনকর্মীরা বক্সা অভয়ারণ্যে বাঘের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে যান। তবে বাঘের পায়ের ছাপ কোন নদীর তীরে দেখা গিয়েছে তা নিরাপত্তার স্বার্থে তাঁরা বলতে রাজি নন। রবিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা বুদ্ধরাজ সেওয়া সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, দীর্ঘ দিন ধরেই বক্সায় বাঘের গতিবিধি নজরে রাখা হচ্ছিল। অবশেষে ‘বড় সাফল্য’ পাওয়ায় খুশি বন দফতর। তাঁদের পাতা ট্র্যাপ ক্যামেরায় যে দু’টি ছবি পাওয়া গিয়েছে তা একই বাঘের কি না তা খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।