দুর্যোগের পূর্বাভাষে সাহায্য ‘ইসরো’র

দুর্যোগের পূর্বাভাষে সাহায্য ‘ইসরো’র

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ ডিসেম্বর, ২০২১

অল্প দিন আগে গড়ে উঠেছে – ভারত মহাসাগরের এমন ৫৮টি ছোট ছোট দ্বীপকে এবার সাইক্লোন, নিম্নচাপ, বিধ্বংসী ঝড়,অতিবৃষ্টি ইত্যাদির রিয়েল টাইম পূর্বাভাষ পেতে সাহায্য করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আরব সাগর ও বঙ্গপোসাগরের উপকূলবর্তী দেশের বিভিন্ন প্রত্যন্ত রাজ্যের এলাকাগুলো সহ ভারত মহাসাগরে গড়ে ওঠা দ্বীপগুলিতে রিয়েল টাইমে সাইক্লোন নিম্নচাপ ইত্যাদির পূর্বাভাষের সুবিধা দেওয়ার জন্যে অস্ট্রেলিয়া, ফিজি, মরিশাস ও জামাইকার সঙ্গে যৌথ কর্মসূচি নিয়েছে ভারত। গত নভেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সংক্রান্ত শীর্ষ সম্মেলন ‘সিওপি২৬’ -এ এই কর্মসূচি গৃহীত হয়েছে। রাজ্যসভায় এই কর্মসূচির কথা জানিয়েছেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ।
ভূপপর্যবেক্ষণকারী উপগ্রহগুলির মাধ্যমে রিয়েল টাইম পূর্বাভাসের সুবিধা ছড়িয়ে দেওয়া যাবে। ইসরো এ উপলক্ষে মৌসম ভবন কে কয়েকটি অত্যাধুনিক প্রযুক্তি দিয়েছে।