দ্রুতগামীতম ঝড় – গ্রেট রেড স্টর্ম

দ্রুতগামীতম ঝড় – গ্রেট রেড স্টর্ম

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ নভেম্বর, ২০২১

আয়লা, ফনি, ইয়াস, আমফান- সাম্প্রতিক কালের দ্রুতগতির ঝড় গুলির নাম বললে এগুলোই মাথায় আসবে। এসব তো পৃথিবীর দ্রুত গতির ঝড়। কিন্তু পৃথিবী সহ আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে দ্রুতগতির ঝড় কী? বৃহস্পতি গ্রহের গ্রেট রেড স্টর্ম আমাদের সৌরজগতের সবচেয়ে গতিশীল ঝড়। বৃহস্পতিকে বলা হয় গ্রহরাজ- আমাদের আকাশগঙ্গা ছায়াপথের ৮ টি গ্রহের মধ্যে ৭ টি গ্রহের মোট ভরের আড়াই গুন ভর একা বৃহস্পতি গ্রহের। স্বভাবতই বৃহস্পতির গ্র‍্যাভিটি অত্যন্ত বেশি এবং এর বায়ুমন্ডল নিয়ে গবেষকদের কৌতুহলের শেষ নেই। ২০১৭ সালে নাসার ‘জুনো’ মহাকাশযানের সূত্রে মিলেছে এই গ্রট রেড স্টর্ম সম্পর্কিত চমকপ্রদ তথ্য। দেখা যায় এই ঝড়ের কেন্দ্র অন্তত ৩২০ কিমি এলাকায় ছড়িয়ে আছে। পৃথিবীর বড় বড় ঝড় গুলির ক্ষেত্রে তা হতে পারে সর্বোচ্চ ১৫ কিমি। বৃহস্পতির রেড স্টর্ম এর কেন্দ্রের ঐ ছড়ানো এলাকাকে বলে গ্রেট রেড স্পট। বৃহস্পতির বুকে গত সাড়ে তিন শতক জুড়ে চলছে ভয়ংকর এই ঝড়। এই ঝড়কেই নতুন করে রেকর্ড করেছে নাসার হাবল স্পেস টেলিস্কোপ। দেখা গেছে ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত ঝড়ের গতি ৮% বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৬৪০ কিমি প্রতি ঘন্টা। নাসার বিজ্ঞানী মারজিয়া পারিসির বলেন, এই রেড স্টর্ম এত বড় যে এক নিশ্বাসে গিলে নিতে পারে পৃথিবীকে। আরো চমকের এই যে রেড স্পষ্টের আয়তন ক্রমেই বাড়ছে।