ধরা দিল ভুতুড়ে কণা

ধরা দিল ভুতুড়ে কণা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ ডিসেম্বর, ২০২১

ঈশ্বরকণা’র পর এ বার ‘ভুতুড়ে কণা’। জেনিভার অদূরে ‘সার্ন’-এর ভূগর্ভস্থ ‘লার্জ হ্যাড্রন কোলাইডার (এলএইচসি)’ ধরা ফেলল ওই ভুতুড়ে কণাকে।
এই কণা ধরা পড়ায় এত হৈচৈ কেন? আসলে এর ফলে, আগামী দিনে এলএইচসি-তেই জানা যেতে পারে প্রায় ১৪০০ কোটি বছর আগে বিগ ব্যাং বা মহা-বিস্ফোরণের পর এই ব্রহ্মাণ্ডে কোন কোন কণার জন্ম হয়েছিল। ব্রহ্মাণ্ডটা ঠিক কী ভাবে তৈরি হয়েছিল, কী ভাবে তার বিকাশ ঘটেছিল। সেই বিকাশের পথে আদিমতম কণাগুলি কী ভাবে বদলে গিয়েছিল। বছর নয়েক আগে সার্ন-এর এলএইচসি-তেই প্রথম ধরা দিয়েছিল হিগ্‌স বোসন বা
ঈশ্বরকণা। এটি পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটনের চেয়ে বহু গুণ ভারী।
সার্ন সূত্রে বলা হয়, এর আগে
এই ভুতুড়ে কণার নাগাল পাওয়া সম্ভব হয়নি।