নক্ষত্রের শেষাবস্থা- রক্তচক্ষু

নক্ষত্রের শেষাবস্থা- রক্তচক্ষু

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ ডিসেম্বর, ২০২১

মহাশূন্যে সবুজ চোখের ভেতর লাল মনি- আঁধারের বুক চিরে উজ্জ্বল হয়ে আছে মহাশূন্যে। যেন অতিকায় রক্তচক্ষু। স্পিৎজার টেলিস্কোপ পাঠিয়েছে এমনই এক ছবি। যা দেখলো ঘোর লাগে। ৭০০ আলোকবর্ষ দূরে হেলিক্স নেবুলায় ইনফ্রারেড বিকিরণের ফলে তৈরি হয়েছে এমন ছবি। নাসার বিজ্ঞানীদের অনুমান কোনো নক্ষত্র বিবর্তনের একেবারে অন্তিম পর্যায়ে রয়েছে। মহাজাগতিক ধুলোর কারণেই মাঝের অংশটি লাল। ঐ অতিকায় রক্তচক্ষুর ব্যাস অন্তত দুই আলোকবর্ষ। আপাতত অনুমান ধুলিকনা ও গ্যাসীয় পদার্থের আবরণ তৈরি হয়েছে। তবে বিস্তারিত জানতে গবেষণা চালাবে নাসা।