নতুন পিঁপড়ে

নতুন পিঁপড়ে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ আগষ্ট, ২০২১

বাংলাদেশে সন্ধান মিলল ‘ক্লোনাল রাইডার অ্যান্ট’ নামে এক প্রজাতির পিঁপড়ের। নেপথ্যে হার্ভার্ড গবেষক ওয়ারিং ট্রাইবল। পিঁপড়েগুলি অত্যন্ত দ্রুতগামী। লম্বায় মাত্র প্রায় ২ মিলিমিটার। এদের রানী পিঁপড়ে ছাড়াই শ্রমিক পিঁপড়ের ভ্রুণ বেড়ে ওঠে। ওয়ারিং এবং ম্যাকেঞ্জি এক জার্মান স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে ২০১৪ সালে বাংলাদেশ আসেন। এক দোভাষীকে নিয়ে চলে যান দেশের পশ্চিমাঞ্চলে। এখানেই প্রায় ৫০০ এই প্রজাতির পিঁপড়ের সন্ধান পান ওয়ারিং।
গবেষণায় ওয়ারিং জানাচ্ছেন, প্রজাতিটি বাংলাদেশেই উদ্ভূত হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটির নিজস্ব নিউজ সাইট হার্ভার্ড গেজেট -এ প্রকাশিত হয়েছে গবেষণার কথা।