নতুন ফ্ল্যাটের উপহার রাসায়নিক বিষ!

নতুন ফ্ল্যাটের উপহার রাসায়নিক বিষ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ ডিসেম্বর, ২০২১

নতুন ফ্ল্যাট, নতুন বাড়ি। শুধু বাইরে থেকে দেখে মুগ্ধ হলে ভুল হবে। হুট করে নতুন ফ্ল্যাটে ঢোকারও সমস্যা কিন্তু গুরুতর। আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের একটি গবেষণা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা জার্নাল অফ হ্যাজার্ডস মেটিরিয়ালস-এ। এই গবেষণা জানাচ্ছে, বতুন তৈরি হওয়া ফ্ল্যাট বা সদ্যনির্মিত কোনও বাড়ির দেওয়াল, মেঝে, ছাদ, মেঝেতে পাতা এমনকী কার্পেটেও যে পদার্থগুলো থাকে তাদের মধ্যে এমন রাসায়নিক পাওয়া গিয়েছে যার প্রভাবে মানুষের ফুসফুস, নাক, শ্বাসনালীর বড় ক্ষতি হয়ে যেতে পারে! বিজ্ঞানীরা পেয়েছেন ফরম্যালডিহাইড নামের এক ক্যানসার সহায়ক রাসায়নিকের। লিউকেমিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই রাসয়নিকের বলে জানিয়েছেন গবেষকরা। আর এই ফরম্যালডিহাইড ব্যবহৃত হয় নতুন কাঠের আসবাবপত্রে। বিএইচএ নামের আর এক রাসনিকের সন্ধানও পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন কার্পেটে থাকে এই রাসয়নিক বিষ! গবেষকরা জানিয়েছেন যে পরিমাণ বিএইচএ থাকার কথা তার চেয়ে ৮০০ গুণ বেশি ব্যবহার করা হয় এই রাসনিক বিষ কার্পেটে। ফুসফুস ও শ্বাসনালীর পক্ষে এই রাসনিক খুবই ক্ষতিকর বলে জানিয়েছে গবেষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =