নদীতে ধরা পড়ল পাখি মাছ

নদীতে ধরা পড়ল পাখি মাছ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ অক্টোবর, ২০২১

বাংলাদেশের নদীতে দেখা মিলল সামুদ্রিক পাখি মাছের। প্রায় ৯ ফুট লম্বা মাছটি সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ধরা পড়েছে বলে জানা গিয়েছে। যে মৎস্যজীবীর জালে মাছটি ধরা পড়ে। মাছটির পিঠে বিশাল আকারের পাখনা রয়েছে। স্থানীয়ভাবে কেউ কেউ একে পাখি মাছও বলে থাকেন। আবার কেউ বলেন গাং চ্যালা। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি সামুদ্রিক মাছ। যেহেতু এর একটি বড় পাখনা রয়েছে এবং গা তেলতেলে সেহেতু এটিকে সেইল ফিশ বলে মনে করা হচ্ছে। কোনও ভাবে মাছটি সমুদ্র থেকে যমুনা নদীতে চলে এসেছে বলে মনে করা হচ্ছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশের বৈজ্ঞানিক নাম Istiophorus platypterus। সেইল ফিশের আরেকটি জাত রয়েছে আটলান্টিক সেইল ফিশ (Istiophorus albicans)। আমেরিকার ন্যাশনাল ওশান সার্ভিসের তথ্য অনুযায়ী, সেইল ফিশ মহাসাগরের সবচেয়ে দ্রুতগতির প্রাণী। মাছটি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে ছুটতে পারে, তর্কসাপেক্ষে যা ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।