নদী ধ্বংসের অপরাধে ২ কোটি জরিমানা

নদী ধ্বংসের অপরাধে ২ কোটি জরিমানা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ ডিসেম্বর, ২০২১

কুর্দাবাহালি নালা। একটি নদীর নাম। ওড়িশার বাদাকেরজং গ্রাম থেকে রওনা হয়ে দু’টি গ্রাম আর দু’টি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে পারাং সেচ প্রকল্পে শেষ হয়েছে। নদীটি কভার করে ২০ হাজার ৪৬০ একর জমি। সেই নদী বুঁজিয়ে দিয়েছে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার গ্রুপ (জেএসপিএল)! বুঁজিয়ে তার ওপর মাটি ভরাট করে সেখানে শিল্পাঞ্চল তৈরি করেছে জেএসপিএল! ওড়িশা সরকারের অনুমতিও নেয়নি তারা। কার্জং অঞ্চলে একটি স্টিল এবং পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য তাদের জমি কেনা এবং তারপর বিনা অনুমতিতে নদী বুঁজিয়ে তার গতিপথই বদলে দেওয়া! ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল জিন্দাল গ্রুপকে ২ কোটি টাকা জরিমানা করেছে। ওড়িশার বন দফতরকে দিতে হয়েছে ১.৫ কোটি আর ওড়িশা পলিউশন কন্ট্রোল বোর্ডকে ৫০ লক্ষ টাকা। বন দফতর জানিয়েছে ওই টাকায় হারিয়ে যাওয়া নদী উপত্যকায় সবুজ ফিরিয়ে আনা হবে।