বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ জানুয়ারী, ২০২২
হারিয়ে যাওয়া আদরের কুকুরছানা খুব সহজেই খুঁজে বের করতে উদ্ভাবন হল একটি অ্যাপের। কুকুরছানার নাকের ছাপ বিশ্লষণের মধ্যে দিয়ে তাকে সন্ধান করবে অ্যাপ। ঠিক যেমন ভাবে বিভিন্ন ক্ষেত্রে মানুষের আঙুলের ছাপ নেওয়া হয়। সেই ভাবেই আগে থেকে ফোনের পেটনাও অ্যাপে কুকুরছানার নাকের ছাপ নিয়ে রাখা হবে। পরবর্তীতে কোনও ভাবে সে হারিয়ে গেলে তাকে এক লহমায় খুঁজে দেবে মুশকিল আসান এই অ্যাপ। এর ফলে, এবার থেকে হারিয়ে যাওয়া পোষ্য কুকুরের সন্ধানে তার শরীরে আগে থেকে আর মাইক্রোচিপ ব্যবহার করতে হবে না।
এমনই ঘোষণা করেছে স্যামসাং।