বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ ডিসেম্বর, ২০২১
উত্তরবঙ্গের নাগরাকাটায় হঠাৎ করে জনসমক্ষে চলে এল তিন তিনটি ভালুক। রবিবার নাগরাকাটা রেল স্টেশনের লাগোয়া এলাকায় দাঁড়িয়ে এক ব্যক্তি সখের ভিডিও করছিলেন। হঠাৎ দেখেন জঙ্গল থেকে বেরিয়ে আসছে তিনটি ভালুক। একটি বড়। দুটি ছোটো।প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, শুধু তিনটিই নয়, পিছনে পিছনে আরও বেশ কয়েকটি ভালুকও ছিল। সেগুলি শেষ পর্যন্ত জঙ্গল থেকে বেরোয়নি।
নাগরাকাটার জঙ্গলে একসঙ্গে এতগুলি ভালুক কোথা থেকে এল তার নিয়ে ধন্দে পড়েছেন বন আধিকারিকেরা। তাঁরা মনে করছেন, ভুটানের পাহাড় কিংবা অসমের জঙ্গল থেকে ওই ভালুকগুলি চলে এসেছে।