নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গে ক্লাউডেড লেপার্ড

নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গে ক্লাউডেড লেপার্ড

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ জানুয়ারী, ২০২২

নাগাল্যান্ডের ভারত-মায়ানমার সীমান্তের একটি গ্রাম থানামির। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৩ হাজার ৭০০ মিটার। ঘন জঙ্গল সেখানে। ওই অঞ্চলে গবেষকদের একটি দল গিয়েছিলেন ২০২০-র শুরুতে। অঞ্চলের জীব-সাংস্কৃতিক বৈচিত্র্য পর্যবেক্ষণ করতে। সেই সূত্রেই থানামারের জঙ্গলে গবেষকদের যাওয়া। প্রায় ৫০টি ক্যামেরা রেখে এসেছিলেন জঙ্গলে। গবেষকদের মধ্যে ছিলেন দিল্লির এক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়ার কয়েকজন আর থানামির গ্রামের পাঁচ বাসিন্দা গ্রামবাসী। ৩ হাজার ৭০০ মিটার উঁচুতে, সরামতি পর্বতের নীচের ওই ঘন জঙ্গলে যে ক্লাউডেড লেপার্ডকে ঘুরতে দেখা যাবে তা ভাবেননি কেউ! লুকোনো ক্যামেরায় দেখা গিয়েছে একটা নয়, দু’টো বড় ক্লাউডেড লেপার্ড আর তাদের জোড়া শাবক! মুগ্ধ এবং বিস্মিতও গবেষকরা। ক্লাউডেড লেপার্ড সাধারণত ট্রপিকাল রেনফরেস্টে দেখা যায়। কিন্তু থানামারির জঙ্গলে, যেখানে গাছের উচ্চতা কমতে থাকে সেখানে এই চিতাকে দেখে বিস্মিত গবেষকরা। গবেষকদের অন্যতম, নিঝাওয়ান জানিয়েছেন, তার বিস্মিত হওয়ার আরও একটি কারণ যে, থানামারির ওই জঙ্গলে ক্লাউডেড লেপার্ডের সঙ্গে তাদের শাবকও রয়েছে। নিঝাওয়ান চলেছেন, “ওখানে
ক্লাউডেড লেপার্ডে প্রজননের কাজও করছে। বাচ্চার জন্ম দিচ্ছে। তার মানে ওই জঙ্গলে যথেষ্ঠ পরিমাণে শুধু গাছ নেই, খাবার আর জলও আছে।”