নিলাম হল গালফ অফ মেক্সিকোর অয়েল ফিল্ডের

নিলাম হল গালফ অফ মেক্সিকোর অয়েল ফিল্ডের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ নভেম্বর, ২০২১

গ্লাসগোয় তিনি বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। দূষণ কমাতে নিজের দেশ থেকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতিও ছিল তার মুখে। সবই যে শুধুই প্রতিশ্রুতি সেটা প্রথমবার বোঝা গিয়েছিল গ্লাসগোয় ক্লাইমেট চেঞ্জিং সামিট শেষ হওয়ার চার দিনের মাথায় আবু ধাবিতে এনার্জি সামিটে গিয়ে তিনি ওপেক-কে বলেছিলেন তেলের উৎপাদন আরও বাড়াতে! বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের সেই জো বাইডেনের সরকারের নেতৃত্বে প্রথমবার গালফ অফ মেক্সিকোর বিশাল তৈলভূমিও খোঁড়ার ‘রাইটস’ বিক্রির নিলাম শুরু হল। শেল, বিপি, শেভরনের মত বহুজাতিক সংস্থারা সকলে মিলে ‘ড্রিলিং রাইটস’ পাওয়ার জন্য বিড করেছে ১৯২ মিলিয়ন মার্কিন ডলার! তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়ার জন্য গালফের এই অঞ্চলটি বিস্তৃত ৬৯৫০ বর্গ কিলোমিটার জুড়ে! ২০১৭-য় উপসাগরীয় বিডিং শুরু হওয়ার পর থেকে এটাই তেল ও প্রাকৃতিক গ্যাস রিজার্ভের সবচেয়ে বড় অঞ্চল এবং এখনও পর্যন্ত বিডিং-এর ক্ষেত্রে একে বলা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ দরপত্র। জানা যাচ্ছে, এখান থেকে ক্রুড তেল বার করতেই কোম্পানিগুলোর বহু বছর লেগে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, ২০৩০-এর পরই লাগাতার তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন হওয়া শুরুর হবে। যে ২০৩০-এর মধ্যে বায়ুদূষণ না কমাতে পারলে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেড়ে যাবে!