পরিবেশবান্ধব প্লাস্টিক

পরিবেশবান্ধব প্লাস্টিক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ অক্টোবর, ২০২১

প্লাস্টিক মিশে যাবে মাটিতে। ছড়াবেনা দূষণ। ইন্ডিয়ায়ান ইন্সটিটিউট অফ সায়েন্স(বেঙ্গালুরু) র পাঁচ বাঙালি গবেষকের আবিষ্কৃত বায়োপ্লাস্টিকেই হবে আসাধ্যসাধন। এঁরা হলেন- প্রীতিরঞ্জন মন্ডল, ইন্দ্রনীল চক্রবর্তী, কৌশিক চট্টোপাধ্যায়, শুভাশিস মাইতি, অধ্যাপক সূর্যসারথী বসু। খুবই সহজলভ্য উপাদান দিয়ে বানানো এই বায়োপ্লাস্টি। ধান, গমের নাড়া( শস্য কেটে নেওয়ার পর মাটিতে পুঁতে থাকা গাছের গোড়া), তুষ থেকে সেলুলোজ বের করে তার সাথে রেড়ির তেল মিশিয়ে প্রস্তুত করেছেন বায়োপ্লাস্টিক। সাধারণ প্লাস্টিক উৎপাদনের থেকে বায়োপ্লাস্টিক উৎপাদনের খরচ কম অনেকটাই। দেখা গেছে এক কেজি বায়োপ্লাস্টিক উৎপাদন করতে খরচ ৫০-৫৫ টাকা। ইতিমধ্যে এই প্লাস্টিকের চামচ, ব্যাগ এসব তৈরিও হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ অর্থ সাহায্য করেছে এই গবেষণা প্রকল্পে। এই বায়োপ্লাস্টিক থেকে ভারি হালকা সবধরনের সামগ্রী প্রস্তুত সম্ভব।