পর্যবেক্ষণ কেন্দ্র তিব্বতে!

পর্যবেক্ষণ কেন্দ্র তিব্বতে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ আগষ্ট, ২০২১

মহাকাশে বিশ্বের শ্রেষ্ঠ শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্যে ব্যস্ত চিন। তারই জের তিব্বত মালভূমিতে চিনের একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন। জায়গাটা তিব্বতের কিনহাই জেলার লেংহু শহরের কাছে। ইতিমধ্যে বেছে ফেলা হয়েছে শহরের কাছে এক লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল! চিনা জ্যোর্তিবিজ্ঞানীরা এই শক্তিশালী পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করার তিন বছর আগেই পরিকল্পনা করে ফেলেছেন। ২.৫ মিটার ব্যাসের একটি অপটিক্যাল টেলিস্কোপ বসানো হবে। যার মাধ্যমে বিস্তৃত অঞ্চল জুড়ে আকাশের হাই-রেসোলিউশন ছবি পাওয়া যাবে। ২০২১-এর শেষের দিকে এই পর্যবেক্ষণ কেন্দ্র তৈরির কাজ শেষ হওয়ার কথা। ২০২২ থেকে টেলিস্কোপ কার্যকরী হওয়ার আশা বিজ্ঞানীদের। জায়গাটি বাছার কারণ ২৫০ কিলোমিটারের মধ্যে বিমানবন্দর এবং রেলস্টেশন। দ্বিতীয়ত, লেংহু শহরের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৭০০ মিটার এবং পর্যবেক্ষণ কেন্দ্রটি শহর থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে। যা চিনা জ্যোর্তিবিজ্ঞানীদের মতে অপটিক্যাল টেলিস্কোপ বসানোর পক্ষে বেশ সহায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =