পাওয়া গেল ৪০ কোটি বছর আগের কাঁকড়া

পাওয়া গেল ৪০ কোটি বছর আগের কাঁকড়া

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ নভেম্বর, ২০২১

পাঁচ ইঞ্চি কাঁকড়া দেখলেই আমাদের ভয় করে। তার কামড় খেলে তো কথাই নেই। কিন্তু একসময় এক মিটার দৈর্ঘ্যের কাঁকড়াও ছিল পৃথিবীতে। একসময় মানে ৪০ কোটি বছর আগে! সেই জীবাশ্ম উদ্ধার করে হয়েছে। উহানে। করোনা ভাইরাসের সৌজন্যে চিনের যে শহর এখন বিশ্ববিখ্যাত! জানা গিয়েছে দক্ষিণ চিন সমুদ্রে ৪০ কোটি বছর আগে এই বিশেষ জাতের কাঁকড়াদের আধিপত্য ছিল। এদের বৈজ্ঞানিক নাম ইউরিপটেরিস। এই প্রজাতির কাঁকড়া সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছে প্রায় ২৮ কোটি বছর আগে। এই প্রজাতির কাঁকড়ার অঙ্গপ্রত্যঙ্গ ছিল যথেষ্ট লম্বা। গবেষকরা জেনেছেন, এই প্রজাতির কাঁকড়ার মেরুদন্ড ছিল বিশেষভাবে তৈরি। যে কারণে এদের শিকার ধরতে তাদের কাছে যেতে হতো না। দূর থেকেই এরা শিকার ধরে খেত। গবেষকদের দেওয়া তথ্যে তাৎপর্যপূর্ণ এই প্রজাতির কাঁকড়া শুধু নিজেদের তুলনায় ছোট বা দুর্বল প্রাণীকে মেরে খেত না। বড় মাছ, অক্টোপাস, এমনকী ছোট হাঙ্গরকেও কামড়ে অবশ করে তারপর তাদের মাংস খেত!