পাকস্থলি ভরা প্লাস্টিক

পাকস্থলি ভরা প্লাস্টিক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ নভেম্বর, ২০২১

মার্কিন ফোটোগ্রাফার ক্রিস জর্ডন উত্তর প্রশান্ত মহাসাগরের মিডওয়ে প্রবালদ্বীপ থেকে একটি মৃত অ্যালবাট্রোসের ছবি তুলেছেন। একটি সামুদ্রিক পাখি। পাকস্থলীর ভেতরের অবস্থা দেখা যাচ্ছে মৃত পখিটির। দেখা যাচ্ছে পেটের ভেতর প্লাস্টিকের স্তুপ। ছবির নাম ‘মিডওয়ে – মেসেজ ফ্রম গ্যারে’। সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতার জ্যান্ত প্রমাণ এই ছবিটি। অবাক করা বিষয় হলো সবচেয়ে কাছের মহাদেশ থেকে দ্বীপটি প্রায় ২০০০ মাইল দূরে অবস্থিত। কাছাকাছি কলকারখানাও নেই। কিন্তু প্রশান্ত মহাসাগরে যখন খাবার সংগ্রহ করে এই সামুদ্রিক পাখিরা তখন টুকরো প্লাস্টিক অজান্তেই খেয়ে ফেলে খাদ্য ভেবে, এমনকি ছানাদেরও খাওয়ায়। আর তাতেই পাকস্থলিতে আস্তে আস্তে পচন ধরে দুঃসহ মৃত্যুর দিকে এগিয়ে যায় এরা। প্রতি বছর প্রায় ৮০ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ে। শুধু প্লাস্টিকের কারণে প্রতি বছর ১০ কোটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী ও কচ্ছপ মারা যায়। এখনো পর্যন্ত পৃথিবীতে ৮৩০ কোটি টন প্লাস্টিক উৎপাদন হয়েছে, যার মাত্র ৯% পুনঃব্যবহারযোগ্য করা যায়। অনুমান ২০৫০ সালে এই পরিমাণ দাঁড়াবে ১২০ কোটি টন। তবুও মিডওয়ের মেসেজ মানুষের সভ্যতা হৃদয়ঙ্গম করবে কি?