পাখি ধরে খেল কচ্ছপে

পাখি ধরে খেল কচ্ছপে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ আগষ্ট, ২০২১

কচ্ছপ সম্পর্কে ধারণাই বদলে দিল পূর্ব আফ্রিকার সেশেলসের দৈত্যাকৃতি মহিলা কচ্ছপটি। একটা গোটা পাখি খেয়ে ফেলল কচ্ছপটি। কেম্ব্রিজের জীববিজ্ঞানী জাস্টিন গারল্যাক প্রথমে কচ্ছপ সম্পর্কে ঘটনাটি জেনে ভেবেছিলেন তার দলের সদস্যার কোনও ভুল হয়েছে। কচ্ছপের মত শান্ত, ভদ্র এবং সবচেয়ে বড় কথা নিরীহ প্রাণী কখনও পাখি খেতে পারে? তাছাড়া কচ্ছপ জাতটার তো এরকম কোনও ঐতিহ্য নেই! কিন্তু ভিডিও দেখে তার চক্ষু চড়কগাছ! মাটিতে পড়ে ছিল একটি গাছের ডাল। পাখির বাসা থেকে সেই ডালের ওপর পড়ে যায় একটি ছোট্ট নোডি টেরন পাখি। কচ্ছপটি তার স্বভাব অনুযায়ী অত্যন্ত স্লথ গতিতে বাচ্চাটির দিকে এগিয়ে গিয়ে প্রথমকে তার ঘাড় মটকে দিয়ে তারপর খেয়ে নেয়!
কচ্ছপটা ইচ্ছকৃতভাবে পাখিটিকে খেয়েছে কি না সেই নিয়ে গবেষণা করছেন গারল্যাক এবং তার দল। তাদের মত, অনেক তৃণভোজী প্রাণী আছে যারা প্রোটিনের জন্য মাংসের খোঁজে ঘুরে বেড়ায়। তবে বিজ্ঞানীদের মতে মূলত গলিত মাংস কোথাও পেলে তারা সেটা খায়। গারল্যাক নিশ্চিত যে অন্য কোনও পাখি হলে তখনই পালিয়ে যেতে পারত। কিন্তু এই পাখিটা সদ্যোজাত, বাসা থেকে পড়ে গিয়েছে। তাই তাকে খেতে পারল কচ্ছপটি।