পাথরপ্রতিমায় ময়ূরাকৃতির বিচিত্র পাখি

পাথরপ্রতিমায় ময়ূরাকৃতির বিচিত্র পাখি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ ডিসেম্বর, ২০২১

দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ পাথরপ্রতিমার দূর্গাপুরের রথতলা এলাকায় দেখা মিললো ময়ূরের মতো দেখতে এক অদ্ভুত প্রজাতুর পাখির৷ পাথরপ্রতিমার দক্ষিণ দূর্গাপুরের এক ব্যবসায়ী পণ্যবাহী গাড়ি চড়ে ফিরছিলেন কলকাতা থেকে। সেই গাড়ির মধ্যে পাখিটি দেখা যায়। স্থানীয় ব্যবসায়ী পাখিটিকে চিনতে না পেরে বিরল প্রজাতির ভেবে খবর দেন বনদপ্তরে। বনকর্মীরা এসে পাখিটিকে উদ্ধার করে রামগঙ্গা রেঞ্জ অফিসে নিয়ে যায়। দপ্তরের কর্মী জানান পাখিটিকে শ্রুশুষা করে যাতে প্রকৃতির বুকে পাখিটি স্বাভাবিক ভাবে বিচরণ করতে পারে তার ব্যবস্থা করবো আমরা। পাখিটি আসলে বেগুনি কালেম বা পার্পেল সোয়াম্প হেন। বাংলার দু একটি বড়ো জলাশয়ে এই প্রজাতির পাখির দেখা মেলে। ভারত বাংলাদেশ ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ও ইউরোপের দেশে এই প্রজাতির পাখি দেখা যায়। সারা পৃথিবীর প্রায় ১ কোটি ৮৪ লক্ষ বর্গকিমি এলাকা জুড়ে এদের আবাস। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এ পাখিদের আদর্শ সময়। পরিযায়ী হয়েই পাখিটি এসে পড়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।