বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ ডিসেম্বর, ২০২১
শনিবার অ্যান্টার্ক্টিকা দেখল বিরল এক পূর্ণ সুর্যগ্রহণ। পুরো অন্ধকারে ডুবে গেল দেশটা! আন্তর্জাতিক সময়ে ৭টা ৪৬ মিনিটে দেখা গিয়েছিল সেই বিরল মুহূর্ত যখন সুর্য আর পৃথিবীর মধ্যে চাঁদের অতিক্রম করার সময় তিনজনই এক লাইনে এসে যায়। পৃথিবীর ওপর পড়ে চাঁদের ছায়া, অমাবস্যার অন্ধকারে আকাশে সৃষ্টি হয় এক অভূপূর্ব অগ্নিবলয়ের! অল্প কিছু সংখ্যক জ্যোর্তিবিজ্ঞানী আর অসংখ্য পেঙ্গুইন ছিল সেই মুহুর্তের সাক্ষী। সান্তিয়াগো দে চিলি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাউল কর্দেরো বলেছেন, “দারুণ দেখেছি আমরা। পরিষ্কার দেখা গিয়েছে।” অ্যান্টার্ক্টিকায় নাসার ইউনিয়ন গ্লেসিয়ার ক্যাম্প লাইভ দেখিয়েছে সুর্যগ্রহণ। গ্রহণ শুরু হয়েছে জিএমটি ৭.০৬-এ। সুর্যের সামনে থেকে চাঁদ সরতে শুরু করে। শেষ হয়েছে জিএমটি ৮.০৬ মিনিটে। সাউথ পোলের প্রায় ১ হাজার কিলোমিটার উত্তরে অবস্থিত ইউনিয়ন গ্লেসিয়ার।