ভূপৃষ্ঠের ওপরে যেমন রয়েছে বায়ুস্তর, বাতাস বয়ে যায়, তেমনি পৃথিবীর অভ্যন্তরেও বয়ে যায় বায়ু- নতুন এই আবিষ্কারে স্বভাবতই চোখ কপালে ওঠার জোগাড়। এমনিতেই পৃথিবীর কেন্দ্রে কী আছে তা নিয়ে কৌতুহলের শেষ নেই। এবার সে কৌতুহলেই নতুন সংযোজন – আমেরিকায় ভূগর্ভে ১৫০০ কিলোমিটার পথ খুঁজে পেয়েছেন গবেষকরা। আর তখনই খোঁজ মিলেছে বায়ুস্রোতের। ‘ন্যাশানাল অ্যাকাডেমি অফ সায়েন্সে’র একটি জার্নালে প্রকাশিত গবেষণাপত্রটি থেকে জানা গেছে মধ্য আমেরিকার পানামা খাল ও পূর্ব প্রশান্ত মহাসাগরের গালাপাগো দ্বীপপুঞ্জের নীচে পৃথিবীর কেন্দ্রীয় স্তরে দেড় হাজার কিমি ঐ দীর্ঘ পথ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। দেখা গিয়েছে ঐ অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ পদার্থ। গবেষকরা এখানেই খুঁজে পেয়েছেন বিরল গোত্রীয় এক ধরণের লাভা। কীভাবে এই বিরল লাভা সৃষ্টি হলো সে নিয়ে গবেষণা করতে গিয়েই সন্ধান পেয়েছেন পৃথিবীর অভ্যন্তরে বয়ে চলা বাতাসের। গবেষণা পত্রের প্রধান লেখক ডেভিড বেকার্ট বলেন, পানামার নীচে আমরা একটা গর্ত খুঁজে পেয়েছি। সেখান দিয়েই দেখা গিয়েছে ঐ প্রবাহ চলছে। স্বভাবতই এ আবিষ্কার বুঝিয়ে দিচ্ছে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে অনেক জিনিসই অজানা রয়ে গেছে এখনও।