সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের বিচারে পরিবেশ সম্পর্কিত এবছরের ‘চ্যাম্পিয়ন অফ আর্থ’ পুরষ্কার পেলেন মেলানেসিয়ার জলপরীরা! মেলানেসিয়া হল প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম দিকের এক অঞ্চল। এই অঞ্চলে রয়েছে পাপুয়া নিউ গিনি, ফিজি, সলমন দ্বীপুপুঞ্জের মত দেশ। সেই মেলানেসিয়ার জলপরীদের ডাকা হয় সি-উওমেন’ বলে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার ৩০—এর কিছু বেশি মহিলা ডাইভারের সারাবছরের কাজ প্রশান্ত মহাসাগরের নীচে প্রবাল সাম্রাজ্যের রক্ষা করা! গ্রেট ব্যারিয়ার থেকে মেলানেসিয়া ও প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূল অঞ্চল পর্যন্ত ৫.৭ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে থাকা প্রবাল সাম্রাজ্যকে রক্ষা করা এই জলপরীদের কাজ। এরা শুধু প্রবালদ্বীপ গুলোর রক্ষণাবেক্ষণ করেন তা নয়, সমদ্রের অতল গভীরে থাকা বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণীও যাতে কোনওভাবে আক্রান্ত না হয় সেটাও দেখেন। একইসঙ্গে এই মেয়ে ডাইভাররা স্থানীয় মহিলাদেরও ডাইভিং শেখান এবং এই কাজের ট্রেনিং দেন।