পেটের মধ্যে চুলের খোঁপা

পেটের মধ্যে চুলের খোঁপা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ ডিসেম্বর, ২০২১

বাইরে থেকে মেয়েটির পেটে হাত দিয়ে প্রথমে চিকিৎসক মনে করেছিলেন, সেটি আসলে শক্ত টিউমার। নিশ্চিত হতে এমআরআই করেন তিনি। তখনই বিষয়টি নজরে আসে। এর পরেই বালিকার পেট কেটে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।অবশেষে সেই বালিকার পেট কেটে বেরোল পাকস্থলী ভর্তি চুলের টিউমারের মতোই শক্ত খোঁপা! দৈর্ঘ্যে যা ৯.৩ ইঞ্চি, প্রস্থে ৪.৪ ইঞ্চি, ওজনে ১ কেজি ৩০০ গ্রাম! কলকাতার এক হাসপাতালে অস্ত্রোপচারটি করেন শিশুরোগ শল্য-চিকিৎসক অনীক রায়চৌধুরী। তিনি বলছেন, পাকস্থলী চুলে এতটাই ভরে গিয়েছিল যে, সেখানে খাবার ঢোকার পথ ছিল না। আপাতত শারীরিক ভাবে সুস্থ ওই বালিকা। তবে তার এই মানসিক চিকিৎসা করা দরকার। এই অসুখটিকে বলা হয় ‘ট্রাইকো টিলো ফেজ়িয়া’। এই মেয়েটি নিজের মাথার চুল ছিঁড়ে খেয়ে ফেলত। সেই চুল গিয়ে জমা হত পাকস্থলিতে।