পেরুর সদ্য আবিষ্কৃত মমি

পেরুর সদ্য আবিষ্কৃত মমি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ ডিসেম্বর, ২০২১

পেরুর রাজধানী লিমার পূর্বে কাজামারকুইলা নামক স্থানে ইনকা সভ্যতার পূর্ববর্তী সময়ের একটি মমি পাওয়া গেছে। মমিটির একটি অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে- মমিটির পুরো শরীর দড়ি দিয়ে বাঁধা এবং হাতটি দিয়ে মুখটি ঢেকে রাখা। মমির সাথে পাওয়া গেছে সৎকারের জন্যে উৎসর্গীকৃত কিছু জিনিস। এর মধ্যে রয়েছে যেমন- পাত্র, সবজি, ও গুল্মজাতীয় অবশিষ্টাংশ। সান মার্কোস বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক পিটার ভ্যান ভ্যালেন লুনা বলেছেন, এই জিনিস গুলি এবং মমির বিশেষ বৈশিষ্ট্য তখনকার দিনের সৎকারের অংশ হিসেবে চিহ্নিত হতে পারে। প্রত্নতাত্ত্বিকদের ধারণা মমিটি ৮০০-১২০০ বছরের পুরাতন। তবে নির্ভুল ভাবে মমির বয়স জানতে রেডিও কার্বন ডেটিং পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে।