প্রথমবার মহাকাশে সিনেমার শুটিং

প্রথমবার মহাকাশে সিনেমার শুটিং

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ সেপ্টেম্বর, ২০২১
Default Alt Text

দু-জন মহাকাশচারী, তাঁদের সঙ্গে একজন অভিনেত্রী আর একজন চলচ্চিত্র পরিচালক– এই চারজনের দল আগামী মাসে যাচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সিনেমার শুটিং করতে! বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন সিনেমার পরিচালক স্বয়ং। এখনও পর্যন্ত জানা গিয়েছে, চারজনের দল মহাকাশের দিকে রওনা হবেন ৫ অক্টোবর। মহাকাশে এই প্রথম কোনও সিনেমার শুটিং হতে চলেছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা স্পেস এক্সের বেসামরিক মহাকাশ অভিযান হয়েছে। তাই ‘প্রথম’ হওয়ার অদৃশ্য লড়াইয়ে এবার রাশিয়া মহাকাশে ‘প্রথম’বার সিনেমার শুটিং করতে চলেছে!
সাংবাদিক বৈঠকে ফিল্ম পরিচালক ক্লিম শিপেঙ্কো জানিয়েছেন, সিনেমার গল্পটি একজন সাধারণ মানুষকে নিয়ে। যার কোনওদিন স্বপ্ন ছিল না মহাকাশে যাওয়ার বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মহাকাশে যাওয়ার নিমন্ত্রণ পাওয়ার স্বপ্নও যিনি কখনও দেখেননি। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলে সিনেমার শেষে দেখা যাবে সেই মানুষটা শেষপর্যন্ত একজন পেশাদার মহাকাশচারীর প্রাণ বাঁচাচ্ছেন। সিনেমায় পেশাদার রুশ মহাকাশচারীদেরও দেখা যাবে। যে মহাকাশযানে শুটিং হওয়ার কথা সেটি মহাকাশে পৃথিবীর কক্ষ থেকে ৩৫৪ কিলোমিটার ওপরে থাকবে বলে জানিয়েছেন রুশ মহাকাশচারীরা। ৬ ফুটের ওপর লম্বা পরিচালক অবশ্য বলেছেন, লম্বা হওয়ার জন্য মহাকাশযানে শুটিংয়ের সময় সবচেয়ে অসুবিধা হবে তাঁরই!