প্রথম টেক্সট মেসেজ নিলামে

প্রথম টেক্সট মেসেজ নিলামে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ ডিসেম্বর, ২০২১

শর্ট মেসেজিং সিস্টেম বা এস এম এস -এর দুনিয়ায় বিপ্লব ঘটে গেছে আজ। ছবি, ভিডিও- অডিও এখন মুহুর্তে একে অন্যকে পাঠানো জলভাত। ফোর জি পেরিয়ে এখন ফাইভ জি-র দুনিয়ায় ঢুকতে চলেছি এখন আমরা। অথচ আজ থেকে বছর ১৫ আগে নোকিয়ার নিজস্ব সিস্টেম সফটওয়্যারের ফোন গুলির কথা ভাবলে আজ বিষ্মিত হতে হয়। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যুগে কিপ্যাড ফোন এবং ওয়ান জি ইন্টারনেট সিস্টেমে মেসেজ টপআপ ভরে সীমিত সংখ্যক মেসেজ – এর কথা ভাবলে অবাকই লাগে। আরো অবাক লাগতে পারে একথা ভাবলে ঐ পূর্বতন সিস্টেমে পাঠানো প্রথম টেক্সট মেসেজটি কি? চমকের আর একটি তথ্য দিই আপনাকে। এবার বিশ্বের প্রথম টেক্সট মেসেজটি নিলামে উঠতে চলেছে। কিন্তু কি সেই ইতিহাস যা বহুমূল্যে নিলামের পরিস্থিতি তৈরি হয়েছে? মেসেজটি আর কিছুই না। একটি ছোট্ট শুভেচ্ছাবার্তা। ১৯৯২ সালে অরবিটেল ৯০১ হ্যান্ডসেট থেকে ব্রিটেনে ভোডাফোনের এক কর্মী রিচার্ড জার্ভিস কে নিউবারির ইঞ্জিনিয়ার নেইল পাপওয়ার্থ পাঠিয়েছিলেন টেক্সট মেসেজটি। লেখা ছিল- “মেরি ক্রিসমাস”। পাপওয়ার্থ ছিলেন ভোডাফোনের শর্ট মেসেজ সিস্টেমের টেস্ট ইঞ্জিনিয়ার। টেস্টিং এর জন্যেই পাপওয়ার্থ পাঠিয়েছিলেন মেসেজটি। এরপর মেসেজ সেণ্ড ও রিসিভের ফিচারটি ফোনে যুক্ত করতে শুরু করে ফন কোম্পানিগুলি। প্রথম এই ফিচার যোগে বাজারে ফোন এনেছিল নোকিয়া। আর সেই প্রথম মেসেজ NFT (ডিজিটাল সম্পদ) হিসেবে নিলামে তুলতে চলেছে ভোডাফোন নেটওয়ার্ক কোম্পানি স্বয়ং। নিলামের প্রাথমিক দাম ধার্য হয়েছে ২ লক্ষ মার্কিন ডলার।