প্রথম মহিলা রুশ নভশ্চর যাচ্ছে মহাকাশে

প্রথম মহিলা রুশ নভশ্চর যাচ্ছে মহাকাশে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ ডিসেম্বর, ২০২১

প্রথমবার এক মহিলাকে মহাকাশে পাঠাচ্ছে রাশিয়া। তিনি আনা কিকিনা। মহাকাশে তাকে পাঠাচ্ছে মার্কিন ধনকুবের এলন মাস্কের সংস্থা স্পেস এক্স! কিকিনা মহাকাশে যাবেন আগামী বছরের মাঝামাঝি সময়। ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নিজেদেরি একটি অকেজো উপগ্রহকে ধ্বংস করতে গিয়ে কয়েকদিন আগে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিপদ সৃষ্টি করেছিল রাশিয়া। মহাকাশে, পৃথিবীর কক্ষপথেই জমে গিয়েছিল বিশাল আবর্জনা। সারা পৃথিবীর সমালোচনার মুখে পড়েছিল রাশিয়া। এই পরিস্থিতিতে, মার্কিন সংস্থার রকেটে চেপে রুশ নভশ্চরের মহাকাশে যাওয়ার সিদ্ধান্তে, বিশেষজ্ঞরা মনে করছেন, অন্যান্য দেশের সঙ্গে, বিশেষত আমেরিকার সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক আবার একটু ভাল হতে পারে।