প্রাচীনতম কম্পিউটার

প্রাচীনতম কম্পিউটার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ আগষ্ট, ২০২১

ঠিক কত দিন আগে তৈরি হয়েছে কম্পিউটার? সংবাদ সংস্থা বিবিসি বলছে, আনুমানিক দুই হাজার বছর আগেই ঘটেছিল এই আবিষ্কারের ঘটনা। তবে এটা বোঝা গেল কী ভাবে? ওই সংবাদ সংস্থার দাবি, দুই হাজার বছর আগের একটি যন্ত্রকে আধুনিক যন্ত্রাংশ দিয়ে ব্যবহার করতে গিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, অতদিন আগেই ওই যন্ত্রটি কম্পিউটারের মতো কাজ করত। তাই বিশ্বের সবচেয়ে পুরনো কম্পিউটার বলা হচ্ছে ওই যন্ত্রটিকে। ১৯০১ সালে গ্রিসে রোমান যুগের ধ্বংসপ্রাপ্ত একটি জাহাজে যন্ত্রটি পাওয়া যায়। এরপর থেকেই অ্যান্টিখেতেরা ম্যাকানিজম নামের এই কম্পিউটার ধাঁধায় ফেলে দিয়েছে বিশেষজ্ঞদের। হস্ত-চালিত প্রাচীন গ্রিক যন্ত্রটি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ এবং জ্যোতির্বিদ্যার বিভিন্ন ঘটনাবলী নিয়ে পূর্বাভাস দিতে ব্যবহার করা হত বলে ধারণা করা হচ্ছে।