ফলের খোসা সৌরশক্তি

ফলের খোসা সৌরশক্তি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ সেপ্টেম্বর, ২০২১

ফলের খোসার রঙ সূর্যের আলোকে শক্তিতে রূপান্তরিত করেছে দ্রুতগতিতে। বৈজ্ঞানিক পরিভাষায় যাকে বলে ‘হাই ইলেকট্রন ইঞ্জেকশন এফিশিয়েন্সি’। এই ফলের নাম সেন্ধুরি বা রোহিনী। আমাদের রাজ্যে ও ঝাড়খন্ডের জঙ্গলমহলে আকছার পাওয়া যায় লাল রঙের এ ফল। এতদিন যে ফল অবজ্ঞায় পড়ে থাকত পথের ধুলোয়, দীর্ঘ ৬ মাসের প্রচেষ্টায় তারই বহুমূল্য গুণ আবিষ্কার করে ফেলেছেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খন্ডের এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বাসুদেব প্রধান ও তাঁর গবেষক দল। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনার্জি রিসার্চ’ এ প্রকাশিত গবেষণা নিবন্ধ থেকে জানা যাচ্ছে, ফলের গাঢ় লাল খোসা ইথানলে ডুবিয়ে সংগ্রহ করা হয় প্রাকৃতিক রঙ। আর এই রঙ দিয়ে তৈরি হয় হয় ‘ডাই সেন্সেটাইজড সোলার সেল’। খোসায় কার্বোনাইল ও হাইড্রক্সিল গ্রুপের উপস্থিতির কারণে সোলার সেলের ন্যানো পার্টিকেল বা অতি ক্ষুদ্র উপাদান খুব দ্রুত সূর্যালোককে রূপান্তরিত করে শক্তিতে। বাসুদেববাবুদের ধারণা এর ফলে অতি অল্প খরচে সৌরশক্তিকে কাজে লাগানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 11 =