ফিরে দেখা পৃথিবীকে

ফিরে দেখা পৃথিবীকে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ ডিসেম্বর, ২০২১

১০ বিলিয়ন মার্কিন ডলারেরও (ভারতীয় মূল্যে প্রায় ১০০০ কোটি টাকা) বেশি অর্থ খরচ করে একটা টেলিস্কোপ বানিয়ে ফেলেছেন গবেষকরা, যার নাম জেমস ওয়েব টেলিস্কোপ (James Webb Telescope)। সব যদি ঠিকঠাক চলে, তাহলে এই পৃথিবী প্রায় ১৪ বিলিয়ন বা ১৪০০ কোটি বছর আগে কেমন ছিল, তা জানতে পারবেন মহাকাশচারীরা।
আগামী ২৪ ডিসেম্বর, ২০২১ মার্কিন স্পেস এজেন্সি নাসা (NASA) উৎক্ষেপন করবে এই জেমস ওয়েব টেলিস্কোপ। ১৯৬১ সাল ও তার পরবর্তী বেশ কিছু বছর পর্যন্ত নাসার প্রশাসক ছিলেন জেমস ই ওয়েব (James E. Webb)। তার নামেই বিশ্বের সবথেকে শক্তিশালী টেলিস্কোপের নামকরণ করা হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ।
নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) এবং কানাডিয়ান স্পেস এজেন্সি (CSA) – এই তিন সংস্থার উদ্যোগ্য তৈরি হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। হাবল স্পেস টেলিস্কোপের (Hubble Space Telescope) পরিপূরক এবং উত্তরসূরী হিসেবে বিবেচিত হবে এই জেমস ওয়েব টেলিস্কোপ বা ওয়েব (Webb)।