ফ্যারাও শাসনের সূর্যমন্দির আবিষ্কার মিশরে

ফ্যারাও শাসনের সূর্যমন্দির আবিষ্কার মিশরে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ নভেম্বর, ২০২১

মিশরে প্রত্নতাত্ত্বিক খননকার্যের সময় পাওয়া গেল সাড়ে চার হাজার বছর আগের এক সূর্যমন্দির। মিশরের প্রাচীন শাসক ফারাওদের নির্মিত সূর্যমন্দিরের একটির সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। মনে করা হয় মিশরের প্রাচীন শাসকরা ৬ টি সূর্যমন্দির নির্মাণ করেছিলেন। ইতিপূর্বে ১৮৯৮ সালে খননকার্যের ফলে পাওয়া গেছিলো একটি সূর্যমন্দির। অর্থাৎ এই নিয়ে দুটি মন্দির পাওয়া গেল।
মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে আবু ঘুরাবের প্রত্নসম্পদ সমৃদ্ধ অঞ্চলে বর্তমান সূর্যমন্দিরটির সন্ধান পেয়েছেন মেডিটেরিয়ান অ্যাণ্ড ওরিয়েন্টাল কালচারের পুরাতাত্বিক গবেষণা দল। মন্দিরটির ভেতর রয়েছে বিশাল স্তম্ভ। অনুমান এই স্তম্ভের কাছে সমবেত সূর্য আরাধনা হতো। দলের ডিরেক্টর মাসিলিয়ানো নুজলো জানিয়েছেন উনিশ শতকে এ বিষয়ে উনিশ শতকে কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছিলো, কিন্তু গত ৫০ বছরে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার হয় নি। এমনকি গত কয়েকদশকে মিশরের পুরাতাত্ত্বিক আবিষ্কারগুলির এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।