বক্সায় ফের দেখা মিলল ব্ল্যাক প্যান্থার

বক্সায় ফের দেখা মিলল ব্ল্যাক প্যান্থার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ নভেম্বর, ২০২১

বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ফের দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের (কালো চিতাবাঘ)। সম্প্রতি বন দফতরের বসানো বসানো ট্র্যাপ ক্যামেরায় ব্ল‍্যাক প‍্যান্থারের দু’টি ছবি ধরা পড়েছে। গত বছরের গোড়ায় বক্সার জয়ন্তী থেকে কিছুটা দূরে মহাকাল এলাকায় জোড়া ব্ল্যাক প্যান্থার দেখতে পেয়েছিলেন একদল পর্যটক। তাঁদের গাইডের দায়িত্বে থাকা এক ব্যক্তি ওই কালো চিতাবাঘ দু’টির ছবিও তুলেছিলেন। গত জানুয়ারিতেও বক্সার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় বন্দি হয়েছিল কালো চিতাবাঘ। রাজ্যের বনকর্তা বিনোদ যাদব বলেন, ঠিক কতগুলি ব্ল্যাক প্যান্থার ওই জঙ্গলে আছে তার জন্য সমীক্ষা চালানো হবে।