বাদুড়ও কথা বলছে!

বাদুড়ও কথা বলছে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ সেপ্টেম্বর, ২০২১

বিবর্তনের প্রায় সাড়ে ছ’কোটি বছর পেরিয়ে এসেছে মানুষ। তার সঙ্গী হিসেবে পেয়েছে আরও এক প্রাণীকে, থলি-যুক্ত বাদুড়। আজ প্রাণীবিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে এই দুই প্রাণীর মধ্যে খুঁজে পেয়েছেন এক গুরুত্বপূর্ণ সামঞ্জস্য। মানুষের মত বাদুড়রাও কথা বলতে পারছে! কথা মানে, মানুষ শিশু অবস্থায় যেমন অক্ষর বলতে বলতে শব্দের উচ্চারণ করা শুরু করে ঠিক সেরকম, একটি শিশু বাদুড়কে শোনা গিয়েছে গলা দিয়ে অক্ষর বার করতে। অর্থাৎ সে আওয়াজ করছে। যে আওয়াজটা শুধু আওয়াজ নয়, তার মধ্যে অক্ষর আছে। আরও মজার এবং আকর্ষণীয়, সেই অক্ষরগুলো যেভাবে শিশু বাদুরগুলো উচ্চারণ করছে সেগুলোকে সাজালে সেটা একটা গানের মতোই শুনতে লাগছে! আহানা ফার্ণান্ডেজ বার্লিনের এক প্রাণীবিজ্ঞানী। তিনি তিন মাস ছিলেন পানামা ও কোস্টা রিকা জুড়ে বিস্তীর্ণ বাদুড়দের জঙ্গলে। হাতে ছিল রেকর্ডার। ২০ রকমের বাচ্চা বাদুড়ের গলার আওয়াজ রেকর্ডিং করেছেন তিনি। তাঁর রেকর্ডার জানিয়েছে, তিন মাস ধরে বাচ্চা বাদুড়দের গলার আওয়াজ বিশ্লেষণ করে প্রায় ৫৫ হাজার রকমের অক্ষর বার করা গিয়েছে! তার মধ্যে আবার পুরুষদের গলার আওয়াজে বেরিয়ে এসেছে গান! যার মধ্যে রয়েছে ২৫ রকমের অক্ষর!