আলবামের নাম ‘অদৃশ্য হওয়ার গান’! ৫৩টি বিপন্ন প্রজাতির পাখির গানের রেকর্ড। অষ্ট্রেলিয়ায় এই ডিসেম্বরেই প্রকাশিত হল। অ্যালবাম বিক্রির পরিসংখ্যানে প্রথম পাঁচটি সর্বোচ্চ অ্যালবামের মধ্যে জায়গা করে নিয়েছে! অ্যালবামে গান মানে কোথাও কোথাও রয়েছে শুধু পাখির কিচিরমিচির অথবা একবার কর্কশ চিৎকার! অষ্ট্রেলিয়ার বার্ড লাইফ সংগঠন তৈরি করেছে অ্যালবামটি। সংগঠনের সাউন্ড রেকর্ডিস্ট ডেভিড স্টুয়ার্ট এই অ্যালবাম সৃষ্টির কারিগর। গত ৩০ বছর ধরে তিনি রেকর্ডিং করে গিয়েছেন বিপন্ন প্রজাতির পাখির ডাকের। তার জন্য কত মাস, দিনের দিনের পর দিন যে তাকে গভীর জঙ্গলে পড়ে থাকতে হয়েছে সেটা মনে করতে পারছেন না স্টুয়ার্ট! বার্ড লাইফের পক্ষ থেকে বলা হয়েছে, এই অ্যালবামের বিক্রিটাই শুধু দেখলে হবে না। ভবিষ্যতের দিকে তাকালে এই অ্যালবাম একটা কালেকশন। কারণ বিপন্ন প্রজাতির অনেক পাখি হয়ত একদিন বিলুপ্ত হয়ে যাবে। তখন মানুষ অন্তত তার ডাক এই অ্যালবামের মাধ্যমে শুনতে পারবে।”