বিপর্যস্ত নিউইয়র্ক

বিপর্যস্ত নিউইয়র্ক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ সেপ্টেম্বর, ২০২১

ছাদ ভেঙে ফোয়ারার মতো ফিনকি দিয়ে ছুটছে জল। আর ঠিক সেই সময়েই ট্রেন ঢুকছে মাটির তলার ওই স্টেশনে। না, তৃতীয় বিশ্বের কোনও স্টেশনের ছবি নয়, এটা আমেরিকার নিউ ইয়র্কের জেফারসন স্ট্রিট স্টেশনের ছবি। ঘূর্ণিঝড় ইডার দাপটে ওই সাবওয়ে স্টেশনের দূরবস্থার ভিডিওটি টুইট করেছে আমেরিকার সংবাদ মাধ্যম এবিসি। স্টেশনের ওই ছবিটি সামনে আসার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে মাটির তলার ট্রেন চলাচল। মাটির তলায় জীবনহানি না ঘটলেও, ইডার দাপটে নিউ ইয়র্কে মৃত্যু হয়েছে সাত জনের। ঘোষিত হয়েছে জরুরি অবস্থা। অবিরাম বৃষ্টিপাত এবং ইডা ঝড়ের ঝাপটায় লন্ডভন্ড জনজীবন। একাধিক স্টেশন ইতিমধ্যেই জলের নীচে চলে যাওয়ায় নিউইয়র্ক শহরে মাটির তলার ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মাটির ওপরের অবস্থাও ভালো নয়। মাটির ওপর দিয়েও যাতায়াত বন্ধ। প্রতিটি বাড়ির সামনে-পিছনে প্রায় কোমর পর্যন্ত জল। বাড়ির ছাদ উড়ে গিয়েছে। গাড়ি ডুবে আছে। গতকাল রাত থেকে বিদ্যুৎ যাচ্ছে, আসছে। দেখে মনে হচ্ছে যেন এক ভুতুড়ে শহর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =