
কুড়ি মিনিটের নাটক। নাটক একটি পূর্ণ দৈর্ঘ্যের গোখরো সাপের মাথা একটি বিয়ারের ক্যান থেকে বের করা নিয়ে।
রাস্তার ধারে ঝোপঝাড়ে পড়ে ছিল ক্যানটি। খালি থাকলেও গন্ধ বেরোচ্ছিল। ওই মদের গন্ধেই ক্যানের ছোট্ট মুখ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল সাপটি। বিয়ারের ক্যানেই আটকে গেল গোখরোর মাথা। এই দৃশ্যটি ওড়িশার পুরী জেলার মাধিপুর গ্রামের। বিয়ারের ক্যানে মাথা আটকে ছটফট করতে থাকা সাপটি এক স্থানীয়ের নজরে আসে। এর পরই তিনি বনদফতরে খবর দেন। বনকর্মীরাই এসে সাপটিকে উদ্ধার করেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, হাতে সাপ ধরার একটি যন্ত্র নিয়ে গোখরোটিকে একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছেন এক বনকর্মী। এর পর গোখরোটিকে একটি টেবিলের মধ্যে রেখে বিয়ারের ক্যানটিকে কাটতে শুরু করেন তিনি। যাতে শ্বাস নিতে পারে সাপটি। তার পর ধীরে ধীরে সাপটিকে বার করে আনা হয়। ঝুঁকির কাজটি কিন্তু ২০ মিনিটেই শেষ করেন বন দফতরের কর্মীরা।