বিরল প্রজাতির ভয়ঙ্কর হাঙর

বিরল প্রজাতির ভয়ঙ্কর হাঙর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ জানুয়ারী, ২০২২

এই হাঙরের সন্ধান পেতে দীর্ঘদিন ধরেই সন্ধান চালিয়েছিলেন সমুদ্রবিজ্ঞানী ও গবেষকরা। কিন্তু সহজে এই হাঙরের প্রাণীর খোঁজ পাওয়া যায়নি। ২০১২ এবং ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশান্ত মহাসাগরীয় হাঙ্গর গবেষণা কেন্দ্রের গবেষকরা দক্ষিণ-পশ্চিম ভারতীয় মহাসাগরে সন্ধান চালিয়েছিলেন।
আটটি দলে বিভক্ত হয়ে সমুদ্রের অতলে গিয়ে খোঁজ করেছিলেন তাঁরা। এরপরই দর্শন মেলে এই অদ্ভূত দর্শন জীবের। জানা গিয়েছে এটি একটি ক্যাটশার্ক প্রজাতির। হাঙ্গর সংরক্ষণ ও গবেষণার সমর্থক গ্রেগ মানচেরিয়ানির সম্মানে এর নাম দেওয়া হয়েছে- Manocherian’s Catshark। এই প্রাণীর ভয়ঙ্কর বিষয় হল এর দাঁত। যা বিশ্লেষণ করার জন্য বিজ্ঞানীরা মুখিয়ে আছেন। উপরের এবং নীচের চোয়ালে অসংখ্য বড় দাঁত থাকার কারণে এটি প্রাণীকুলের মধ্যে বিপজ্জনক। আয়তনের দিক থেকে এই প্রজাতির পুরুষ হাঙরের দৈর্ঘ্য প্রায় ৫৫ সেন্টিমিটার এবং মহিলা হাঙরের আয়তন প্রায় ৪৯ সেন্টিমিটার। জার্নাল অফ দি ওশান সায়েন্স ফাউন্ডেশনে এর সমস্ত বিস্তারিত তথ্য বর্ণনা করা হয়েছে।