বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ ডিসেম্বর, ২০২১
বিশাখাপত্তনমের তানতাডি সি-বিচে গত ১৮ ডিসেম্বর জেলেরা দেখেন একটি বিশালায়তনের মাছ জালে আটকে পড়েছে। মাছ মানে, তিমি আর হাঙ্গর মেশানো দেখতে একটি ২ টন ওজনের মাছ! অন্ধ্রপ্রদেশের ব দফতর জানিয়েছে, মাছটির সারা গায়ে ফুটকি দেওয়া এবং এটি বিপন্ন প্রজাতির কোনও মাছ। মাছটিকে জালে আটকে পড়ে সমুদ্রতটে চলে আসতে দেখে জেলেরা তৎক্ষণাৎ রাজ্যের বনদফতর এবং ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞদের ডাকেন। তাদের সকলের সহায়তায় ওই মাছটিকে আবার সমুদ্রে ফেরত পাঠানো হয়। বন দফতর থেকেই জানানো হয়েছে, ২ টনের এই মাছটি বিশ্বের সবচেয়ে বড় মাছ। জেলেদের ক্ষতিপূরণ স্বরূপ টাকাও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। ওই মাছটি যে জালে আটকে পড়েছিল সেটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অন্ধ্রপ্রদেশ বন দফতর।