বিশ্ব উষ্ণায়নের কোপ ভূস্বর্গেও!

বিশ্ব উষ্ণায়নের কোপ ভূস্বর্গেও!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ নভেম্বর, ২০২১

গ্রামের নাম কুমিক। তার অবস্থান কাশ্মীরের উত্তরে, পাহাড়ের কোলে। সেখানকার বাসিন্দা মাত্র ৩৯টি পরিবার। কিন্তু গ্রীস্মকাল শুরু হলেই সেই পরিবারগুলো নীচে নামতে থাকে! যে যার মত বিচ্ছিন্ন হয়ে যায় ওই সময়। মূলত কয়েক কিলোমিটার নিচে মানথাং মালভূমি অঞ্চলে নেমে আসে। নামার মূল কারণ কুমিক গ্রামে গ্রীস্মকালে চাষবাষের সমস্ত কাজ বন্ধ হয়ে যায়! তার কারণ জল নেই তো! কুমিক গ্রামে বরাবরই বৃষ্টিপাতের পরিমাণ খুব কম। বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণ কমে নেমে এসেছে ১০ সেন্টিমিটারেরও কমে! তাই হিমবাহের বরফ গলা জলই ছিল কুমিক গ্রামের বাসিন্দাদের চাষবাষের উৎস। গবাদি পশুপালনও হত হিমবাহের বরফ গলা জলে। সেই হিমবাহ আর তৈরি হচ্ছে না উষ্ণায়নের প্রভাবে! ৮০-র দশক থেকেই তুষারপাতের পরিমাণ কমতে শুরু করেছে। গত ৪০ বছর ধরে ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে জলের উৎস চলে গিয়েছে কুমিক গ্রামে। এখন ওখানকার বাসিন্দাদের গ্রীস্মকালে ভরসা ওই মানথাং মালভূমি। সেখানে নদী কেটে খাল তৈরি করে জল আনা হয়। কিন্তু নদীগুলোতেও জল কতদিন পাওয়া যাবে সেই নিয়ে সন্দেহ রয়েছে কুমিক গ্রামের বাসিন্দাদের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =