বুষ্টার ডোজে সকলের কাজ হচ্ছে না

বুষ্টার ডোজে সকলের কাজ হচ্ছে না

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ নভেম্বর, ২০২১

করোনা ভাইরাসের ‘বুষ্টার ডোজে’ সেই কোভিড রোগীদের কাজ হচ্ছে না যাদের ইমিউনিটি কম। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বৈজ্ঞানিকরা জানিয়েছেন, বুষ্টার ডোজে ৭৭ শতাংশ কোভিড রোগীদের কাজ দিচ্ছে। মানে তারা আর কোভিডে আক্রান্ত হচ্ছে না। কিন্তু ইমিউনিটি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে বুষ্টার ডোজে ৯০ শতাংশ কোভিড রোগীদের কাজ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্বল ব্যক্তিদের (যাদের ইমিউনিটি কম) দেওয়া হচ্ছে মডার্না ভ্যাকসিন (এখানে যা কোভিশিল্ড)। কিন্তু দেখা গিয়েছে কোভিডের হানা থেকে তাদের বিশেষ রক্ষা করা যায়নি। যাদের ইমিউনিটি কম তাদের ক্ষেত্রে গবেষকরা জানিয়েছেন, সেই সমস্ত রোগীদের অন্তত চারটি ডোজের প্রয়োজন হতে পারে ন্যুনতম প্রোটেকশনের জন্য।