বৃষ্টির ফোঁটা থেকে বিদ্যুৎ

বৃষ্টির ফোঁটা থেকে বিদ্যুৎ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ সেপ্টেম্বর, ২০২১

আইআইটি দিল্লির পদার্থবিজ্ঞানের অধ্যাপক নীরজ খারে এবং তাঁর গবেষক দল এমন একটি যন্ত্র তৈরি করেছেন যা জলের ফোঁটা, বৃষ্টির ফোঁটা, জলের ধারা এমনকি সমুদ্রের তরঙ্গ থেকে তৈরি করবে সংরক্ষণযোগ্য বিদ্যুৎ। এ কাজে ওই গবেষকরা ব্যবহার করেছেন ‘ট্রাইবো ইলেক্ট্রিক এফেক্ট’ এবং ‘ইলেক্ট্রোস্ট্যাটিক ইনডাকশন’ পদ্ধতি। যন্ত্রটির নাম দেওয়া হয়েছে ‘লিকুইড-সলিড ইন্টারফেস ট্রাইবো ইলেক্ট্রিক ন্যানোজেনারেটর’। যন্ত্রটি উৎপন্ন বিদ্যুৎ সংরক্ষণ করবে ব্যাটারিতে। এই গবেষণার কাজে সাহায্য করেছে দেশের বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয় ও তথ্য প্রযুক্তি মন্ত্রক NNetRA।

আবিষ্কৃত যন্ত্রের ডিভাইসটি ন্যনোকম্পোজিট পলিমার ও কন্ট্যাক্ট ইলেক্ট্রোড দ্বারা গঠিত। এই ডিভাইস জল বা বৃষ্টির ফোঁটা থেকে কয়েক মিলিওয়াট শক্তি উৎপাদনে সক্ষম। যা ছোটো ইলেট্রিক ডিভাইস যেমন ঘড়ি, অক্সিমিটার ইত্যাদিকে শক্তি জোগাবে। নতুন যন্ত্রটি কিভাবে ব্যবহারিক বিকল্প হিসেবে কাজে লাগানো যায় সে নিয়ে আরো ভাবনা চিন্তা হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।