ব্রিটেনের কোভিডে গর্ভবতী মহিলাদের সর্বাধিক গুরুত্ব

ব্রিটেনের কোভিডে গর্ভবতী মহিলাদের সর্বাধিক গুরুত্ব

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ ডিসেম্বর, ২০২১

গ্রেট ব্রিটেনে গর্ভবতী মহিলারা কোভিডে আক্রান্ত হলে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব টীকা দিতে হবে। টীকাকরণ নিয়ে সরকারের তৈরি করা যৌথ কমিটি নির্দেশ দিয়েছে। তাদের বিশেষজ্ঞদের দেওয়া রিপোর্ট জানিয়েছে, সম্প্রতি ব্রিটেনে গর্ভবতী মহিলাদের মধ্যে কোভিডে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। রিপোর্ট অনুযায়ী সম্প্রতি ৩৪জন গর্ভবতী মহিলা কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাদের সঙ্গে চারজন সদ্যোজাত শিশুরও মারা যাওয়ার খবর রিপোর্ট জানিয়েছে। পরিসংখ্যান আরও জানিয়েছে, এবছর মে থেকে অক্টোবরের মধ্যে ১৪৩৬জন গর্ভবতী মহিলাকে কোভিদের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। যাদের মধ্যে ২৩০জনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে যেতে হয়। সরকার থেকেও দেশের সকল গর্ভবতী মহিলাদের উদ্দেশে আহ্ববান জানানো হয়েছে যে, তারা দ্রুত যেন করোনা ভাইরাসের টীকা নিয়ে নেন।