বড়দিনে ব্রিটেনে ‘বিকল্প’ ক্রিসমাস ট্রি

বড়দিনে ব্রিটেনে ‘বিকল্প’ ক্রিসমাস ট্রি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ ডিসেম্বর, ২০২১

প্লাস্টিকের গাছে পরিবেশ দূষণ হবে। আসল গাছ উপড়ে নিয়ে ক্রিসমাস ট্রি বানালেও পরিবেশ দূষণ কমানো যাবে না। এবার গ্রেট ব্রিটেনে তাই বড়দিনের উৎসবে উদ্বোধন হল ‘বিকল্প’ ক্রিসমাস ট্রি-র। বিকল্প মানে প্লাস্টিক এবং আসল গাছের ক্রিসমাস ট্রি বর্জন করল ব্রিটেনের অনেক অঞ্চলের মানুষ। লিঙ্কনশায়ারের উত্তরে অ্যাপলবাই নামের যে গ্রামটি রয়েছে সেখানে উল দিয়ে তৈরি করা হল ক্রিসমাস ট্রি। ইয়র্কশায়ারের উত্তরে বন্দরের কাছে ফাইল নামের যে গ্রামটি রয়েছে সেখানে ক্রিসমাস ট্রি তৈরি করে হয়েছে গলদা চিংড়ির পাত্র দিয়ে! অ্যাপলবাই গ্রামে উল বুনে যে ক্রিসমাস ট্রি তৈরি করেছেন আটজোন মহিলা। যারা পেশাগতভাবে সোয়েটার বানান। বিকল্প ক্রিসমাস ট্রি হিসেবে বানানো হয়েছে কাঠের ক্রিসমাস গাছ। প্লাস্টিকের ক্রিসমাস গাছকে ব্রিটেন এবার বর্জনই করল।