ভূগর্ভস্থ কবরখানায় ১৬৩টি শিশুর মমি!

ভূগর্ভস্থ কবরখানায় ১৬৩টি শিশুর মমি!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ জানুয়ারী, ২০২২

ইতালির উত্তর সিসিলিতে একটি প্রাচীন মঠের কবরখানায় হাজার হাজার কঙ্কালের সঙ্গে প্রত্নতাত্বিকরা উদ্ধার করেছেন ১৬৩টি শিশুর মমি! জানা গিয়েছে ওই প্রাচীন মঠের কবরখানায় মূলত প্রাপ্তবয়স্কদের কবর দেওয়া হত বা মমি করে রাখার কথা ছিল। কিন্তু তারপরেও এত শিশুর মমি কেন? কেনই বা তাদের দেহ সংরক্ষণ করে রাখা আছে? এখনও জানতে পারেননি প্রত্নতাত্বিকরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তর সিসিলির ওই প্রাচীন মঠের কবরখানায় রাখা আছে ইউরোপের সবচেয়ে বেশিসংখ্যক মমি ও কঙ্কাল, ১২৮৪টি। ওই মঠের কবরখানায় মূলত ধর্মযাজকদের দেহ মমি করে রাখা হত। কিন্তু জানা গিয়েছে ১৫৯৭-এর পর সেখানে জায়গা আর না থাকায় ওই কবরখানার নীচে আরও একটি বড় কবরখানা তৈরি করা হয়। সেখানে শিশুদের দেহ মমি করা রাখা হয়েছিল।