বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ জানুয়ারী, ২০২২
চিনের প্রথম স্বাধীন ইন্টারপ্ল্যানেটরি বা আন্তঃগ্রহ মিশনের মূল অংশ হল তিয়ানওয়েন-১। নতুন বছরে মঙ্গলগ্রহ থেকে দারুণ একটা সেলফি পাঠিয়েছে এই মহাকাশযান। মঙ্গলগ্রহের উত্তর মেরুর উপর থেকে এই ছবি তোলা হয়েছে। এই ছবিতে লালগ্রহের একটা ঝলকের পাশাপাশি এই অভিযানের solar arrays এবং অ্যান্টেনা ও অরবিটারের আংশিক ক্লোজ-আপ ছবি দেখা গিয়েছে। এর পাশাপাশি মঙ্গলগ্রহের উত্তর ভাগের আইস ক্যাপের ছবিও দেখা গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, তিয়ানওয়েন-১ মঙ্গলগ্রহের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি ছোট ক্যামেরার সাহায্যে এইসব মনোমুগ্ধকর ছবি তুলেছে। এরপর ওয়াই-ফাইয়ের সাহায্যে ওই সমস্ত ছবি রিলে করে পাঠানো হয়েছে অরবিটারে।