মঙ্গলগ্রহে লুকিয়ে রয়েছে অনেক ধরনের রহস্য। বর্তমানে লালগ্রহের পৃষ্ঠদেশে রয়েছে নাসার মার্স রোভার পারসিভের্যান্স। এছাড়াও রয়েছে মার্স হেলিকপ্টার ইনজেনুয়িটি। মঙ্গলগ্রহে জল এবং প্রাণের সন্ধান চালাচ্ছে এই নাসার এই দুই যন্ত্রাংশ। তবে এবার মঙ্গলগ্রহ সম্পর্কে নতুন তথ্য দিয়েছে তারা। লালগ্রহের চারপাশে প্রায় দেড় দশক ধরে ঘুরপাক খাচ্ছে এই নাসার এই দুই যন্ত্রাংশ। এর মূল লক্ষ্য হল মঙ্গল গ্রহের আগ্নেয়গিরি, উপত্যকা, শুকিয়ে যাওয়া হ্রদ এবং তার বাইরের অন্যান্য চিত্র পৃথিবীতে পাঠানো। সম্প্রতি মার্কিন স্পেস এজেন্সির তরফে টুইটে একটি নতুন ছবি শেয়ার করেছে। আর সেখানে দেখা গিয়েছে মঙ্গলগ্রহের পৃষ্ঠদেশে বিরাজ করছে একটি অদ্ভুত দর্শন ক্র্যাটার বা গহ্বর।
জানা গিয়েছে, এই গহ্বর বা গর্ত প্রায় আধ মাইল চওড়া। বিজ্ঞানীদের অনুমান কোনও গ্রহাণু বা উল্কাপাতের ফলে বহু বছর আগেই এই গহ্বরের সৃষ্টি হয়েছিল। পরে আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে আবহবিকার হয়েছে এই গহ্বরের মধ্যে। ভরাটও হয়েছে এই গর্ত। বায়ুপ্রবাহ, বাল, মাটি সবকিছুর প্রভাবেই ওই গহ্বরের উপরে আবহবিকারের ছাপ সুস্পষ্ট।